BCS SYLLABUS

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলা ভাষা ও সাহিত্য 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয় থেকে ৩৫ মার্কের ৩৫ টি প্রশ্ন এসে থাকে। যার ৩৫ মার্কের মধ্যে বাংলা ভাষা বিষয় থেকে ১৫টি এবং বাংলা সাহিত্য বিষয় থেকে ২০ টি প্রশ্ন এসে থাকে। বাংলা সাহিত্য বিষয়ের ২০ টি প্রশ্নের মধ্যে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে ০৫ টি প্রশ্ন এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ (১৮০০ সাল থেকে বর্তমান পর্যন্ত) থেকে ১৫ টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। যে বিষয়গুলা থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তা নিচে দেওয়া হলঃ

বাংলা ভাষা ও সাহিত্যঃ ৩৫

ক্রমিক নংবিষয়মানবন্টন
০১.বাংলা সাহিত্য২০
ক.প্রাচীন ও মধ্যযুগ০৫
খ.আধুনিক যুগ (১৮০০ সাল থেকে বর্তমান)১৫
০২.বাংলা ভাষা১৫
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস১৫
সর্বমোট৩৫

এ সকল বিষয় থেকেই সকল প্রশ্ন BPSC এর BCS পিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন করে থাকে। এ বিষয়গুলা পরিপূর্ণ ভাবে প্রস্তুতি নিতে পারলে আশা করা যায় বাংলা বিষয় থেকে সকল প্রশ্ন কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

error: Content is protected !!