
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় থেকে ১০ টি প্রশ্ন এসে থাকে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব, অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বন্টন ও গুরুত্ব, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবন্টন নিচে দেওয়া হলঃ
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনঃ ১০
ক্রমিক | বিষয় | মানবন্টন | |
---|---|---|---|
০১. | বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব | ০২ | |
০২. | অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বন্টন ও গুরুত্ব | ০২ | |
০৩. | বাংলাদেশের পরিবেশ | ০২ | |
প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ | |||
০৪. | বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন | ০২ | |
আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব | |||
০৫. | প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা | ০২ | |
দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা | |||
সর্বমোট | ১০ |
উপরোক্ত বিষয়গুলা থেকে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের প্রশ্ন এসে থাকে। এ সকল বিষয়ে ভাল ভাবে প্রস্তুতি নিলে সকল প্রশ্ন কমন পাওয়া সম্ভব।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS