
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা BPSC কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হয়ে থাকে। বিষয় ভিত্তিক মোট ১০টা বিষয়ের উপর ২০০ মার্কের ২০০টি প্রশ্নে প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রতি প্রশ্নের মান ০১ এবং প্রতি ভুল উত্তরের কর্তন করা হয় ০.৫ মার্ক। বিষয়ভিত্তিক মানবন্টন নিচে দেওয়া হলঃ
বিষয়ভিত্তিক মান বন্টনঃ
ক্রমিক নং | বিষয় | মানবন্টন | ||
---|---|---|---|---|
০১ | বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ | ||
ক. | বাংলা ভাষা | ১৫ | ||
খ. | বাংলা সাহিত্য | ২০ | ||
02. | English Language and Literature | 35 | ||
a. | English Language | 20 | ||
b. | English Literature | 15 | ||
০৩. | গাণিতিক যুক্তি | ১৫ | ||
০৪. | বাংলাদেশ বিষয়াবলি | ৩০ | ||
০৫. | আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ | ||
০৬. | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপন | ১০ | ||
০৭. | নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন | ১০ | ||
০৮. | কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ | ||
০৯. | সাধারণ বিজ্ঞান | ১৫ | ||
১০. | মানষিক দক্ষতা | ১৫ | ||
সর্বমোট | ২০০ |
তথ্য সূত্রঃ BPSC
- Posted In:
- BCS
Leave a Reply