Monthly Archives :

June 2023

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয় থেকে ১০টি প্রশ্ন আসে। নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন এর যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলা দেওয়া হলঃ

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ ১০

ক্রমিকবিষয়মানবন্টন
০১.নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন১০
a. Definition of Values Education and Gool Governance;
b. Relation between Values Education and Good Governance;
c. General Perception of Values Education and Good Governance;
d. Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
e. Impact of Values Education and Good Governance in national development;
f. How the element of Good Governance and Values Education can be established in society in a given social context.
g. The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence.
সর্বমোট১০

বিসিএস প্রিলিমিনারি এর প্রস্তুতির জন্য নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয়ের উপরোক্ত বিষয়গুলা ভাল ভাবে প্রস্তুতি নিতে পারলে সকল প্রশ্নই কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় থেকে ১৫টি প্রশ্ন আসে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের ১৫টি প্রশ্নের মধ্যে কম্পিউটার বিষয় থেকে ১০টি প্রশ্ন ও তথ্য প্রযুক্তি বিষয় থেকে ০৫টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। বিস্তারিত সিলেবাস নিচে দেওয়া হলঃ

কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ ১৫

ক্রমিকবিষয়মানবন্টন
০১.কম্পিউটার১০
ক. কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি;
খ. কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ, হার্ডডিস্ক, এএলইডি ইত্যাদি;
গ. কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance);
ঘ. দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি;
ঙ. কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer);
চ. অপারেটিং সিস্টেম (Operating System);
ছ. এমবেডেড কম্পিউটার (Embedded Computer);
জ. কম্পিউটারের ইতিহাস (History of Computer);
ঝ. কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers);
ঞ. কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস, ফায়ারওয়াল, ইত্যাদি;
ট. ডেটাবেইস সিস্টেম (Database System);
০২.তথ্য প্রযুক্তি০৫
ক. ই-কমার্স (E-Commerce);
খ. সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি;
গ. কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি;
ঘ. দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields);
ঙ. স্মার্টফোন (Smart Phone);
চ. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web – WWW);
ছ. ইন্টারনেট (Internet);
জ. নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি (Daily-Use Computing Technology): ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি;
ঝ. ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management);
ঞ. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features);
ট. তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্য (Tech-Giants Services & News): গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি;
ঠ. ক্লাউড কম্পিউটিং (Cloud Computing);
ড. সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি;
ঢ. রোবটিক্স (Robotics);
ণ. সাইবার অপরাধ (Cyber Crime)
সর্বমোট১৫

বিসিএস প্রিলিমিনারি এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের প্রস্তুতির জন্য এ সকল বিষয় ভাল ভাবে প্রস্তুতি নিলে সকল প্রশ্ন কমন পাওয়া যায়।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – মানসিক দক্ষতা 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – মানসিক দক্ষতা

বিসিএস প্রিলিমিনারি ২০০ মার্কের MCQ পরীক্ষায় মানসিক দক্ষতা বিষয় থেকে ১৫টি প্রশ্ন এসে থাকে। মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্নগুলা নিজের দক্ষতার দ্বারা সমাধান করতে হয়। বেশির ভাগ প্রশ্নের সমাধান প্রশ্নের ভিতরেই থাকে, একটু নিজের মেধাকে কাজে লাগাতে পারলেই সমাধান করা সম্ভব। যে বিষয়গুলা থেকে প্রশ্ন এসে থাকে তা নিচে দেওয়া হলঃ

ক্রমিকবিষয়
০১.ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
০২.সমস্যা সমাধান (Problem Solving)
০৩. বানান ও ভাষা (Spelling and Language)
০৪.যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
০৫.স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)
০৬.সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

এ সকল বিষয় থেকে মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্ন এসে থাকে। মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্ন কমন পেতে বিষয়গুলা খুব ভাল ভাবে অনুশীলন করা জরুরী এবং পরীক্ষার সময় নিজের মস্তিষ্ক স্থির রেখে প্রশ্ন গুলা সমাধান করতে হবে। যেহেতু প্রশ্নের সমাধান প্রশ্নের মধ্যেই খুজে পাওয়া যায়, সেহেতু নিজের দক্ষতা প্রয়োগ অত্যন্ত জরুরী।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – গাণিতিক যুক্তি 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – গাণিতিক যুক্তি

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় গাণিতিক যুক্তি বিষয় থেকে ১৫ টি প্রশ্ন এসে থাকে। গণিত বিষয়ের মানবন্টন নিচে দেওয়া হলঃ

গাণিতিক যুক্তিঃ ১৫

ক্রমিকবিষয়মানবন্টন
০১.বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি০৩
০২.বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ০৩
০৩.সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা০৩
০৪.রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরল ক্ষেত্র ও ঘনবস্তু০৩
০৫.সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা০৩
সর্বমোট১৫

এ সকল বিষয়গুলা থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় MCQ প্রশ্ন এসে থাকে। গাণিতিক যুক্তি বিষয় থেকে বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন কমন পেতে হলে সকল বিষয় খুবই ভাল ভাবে প্রস্তুতি নেওয়া অবশ্যক। গাণিতিক যুক্তি ছাড়াও মানসিক দক্ষতা বিষয়েও এ সকল বিষয়ের দু-একটা প্রশ্ন আসতে দেখা যায়।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – সাধারণ বিজ্ঞান 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – সাধারণ বিজ্ঞান

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে ১৫টি প্রশ্ন এসে থাকে। সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫টি প্রশ্নের মধ্যে ভৌত বিজ্ঞান বিষয় থেকে ০৫টি, জীব বিজ্ঞান বিষয় থেকে ০৫টি ও আধুনিক বিজ্ঞান বিষয় থেকে ০৫টি প্রশ্ন থাকে। ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান বিষয়ের বিস্তারিত মানবন্টন নিচে দেওয়া হলঃ

সাধারণ বিজ্ঞানঃ ১৫

ক্রমিকবিষয়মানবন্টন
০১.ভৌত বিজ্ঞান০৫
পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাণ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোর যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
০২.জীব বিজ্ঞান০৫
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিন্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
০৩.আধুনিক বিজ্ঞান০৫
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমন্ডল, টাইড, বায়ুমন্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিভি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হার্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত, ফোটন কথা ইত্যাদি।
সর্বমোট১৫

সাধারণ বিজ্ঞান বিষয়ের এ সকল অধ্যায়গুলা খুব ভাল ভাবে অনুশীলন করলে এবং নিয়মিত চর্চা করলে সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলা কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় থেকে ১০ টি প্রশ্ন এসে থাকে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব, অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বন্টন ও গুরুত্ব, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবন্টন নিচে দেওয়া হলঃ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনঃ ১০

ক্রমিকবিষয়মানবন্টন
০১.বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব০২
০২.অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বন্টন ও গুরুত্ব০২
০৩.বাংলাদেশের পরিবেশ০২
প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ
০৪.বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন০২
আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব
০৫.প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা০২
দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা
সর্বমোট১০

উপরোক্ত বিষয়গুলা থেকে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের প্রশ্ন এসে থাকে। এ সকল বিষয়ে ভাল ভাবে প্রস্তুতি নিলে সকল প্রশ্ন কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – আন্তর্জাতিক বিষয়াবলি 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস প্রিলিমিনারি ২০০ মার্কের MCQ পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২০ টি প্রশ্ন এসে থাকে। আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্ত ও অন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কুটনীতি, আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি থেকে প্রশ্ন এসে থাকে। নিচে বিষয় অনুযায়ী মান বন্টন দেওয়া হলঃ

আন্তর্জাতিক বিষয়াবলিঃ ২০

ক্রমিকবিষয়মানবন্টন
০১.বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি০৪
০২.আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক০৪
০৩.বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ০৪
০৪.আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি০৪
০৫.আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি০৪
সর্বমোট২০

উপরোক্ত বিষয়গুলা থেকে আন্তর্জাতিক বিষয়াবলির ২০টি প্রশ্ন এসে থাকে। খুব ভাল ভাবে সকল বিষয়ের প্রস্তুতি নিলে কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলাদেশ বিষয়াবলি 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলাদেশ বিষয়াবলি

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলি থেকে ৩০ টি প্রশ্ন এসে থাকে। বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মধ্য থেকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্ঞ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থাসহ ইত্যাদি বিষয়ে প্রশ্ন এসে থাকে। যে বিষয় থেকে প্রশ্ন এসে থাকে তার সিলেবাস নিচে দেওয়া হলঃ

বাংলাদেশ বিষয়াবলিঃ ৩০

ক্রমিকবিষয়মানবন্টন
০১.বাংলাদেশের জাতীয় বিষয়াবলি০৬
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন; ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
০২.বাংলাদেশের কৃষিজ সম্পদ০৩
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা
০৩.বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।০৩
০৪.বাংলাদেশের অর্থনীতি০৩
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক
উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন ইত্যাদি।
০৫.বাংলাদেশের শিল্প ও বাণিজ্য০৩
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
০৬.বাংলাদেশের সংবিধান০৩
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মুলনীতিসমূহ, সংবিধানের শোধনীসমূহ।
০৭.বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা০৩
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং তাদের ভূমিকা।
০৮.বাংলাদেশের সরকার ব্যবস্থা০৩
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনবিন্যাস ও সংস্কার।
০৯.বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধূলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি০৩
সর্বমোট৩০

এ সকল বিষয় থেকেই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ভাল ভাবে এ বিষয়গুলা চর্চা করলে প্রশ্ন কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলা ভাষা ও সাহিত্য 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয় থেকে ৩৫ মার্কের ৩৫ টি প্রশ্ন এসে থাকে। যার ৩৫ মার্কের মধ্যে বাংলা ভাষা বিষয় থেকে ১৫টি এবং বাংলা সাহিত্য বিষয় থেকে ২০ টি প্রশ্ন এসে থাকে। বাংলা সাহিত্য বিষয়ের ২০ টি প্রশ্নের মধ্যে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে ০৫ টি প্রশ্ন এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ (১৮০০ সাল থেকে বর্তমান পর্যন্ত) থেকে ১৫ টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। যে বিষয়গুলা থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তা নিচে দেওয়া হলঃ

বাংলা ভাষা ও সাহিত্যঃ ৩৫

ক্রমিক নংবিষয়মানবন্টন
০১.বাংলা সাহিত্য২০
ক.প্রাচীন ও মধ্যযুগ০৫
খ.আধুনিক যুগ (১৮০০ সাল থেকে বর্তমান)১৫
০২.বাংলা ভাষা১৫
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস১৫
সর্বমোট৩৫

এ সকল বিষয় থেকেই সকল প্রশ্ন BPSC এর BCS পিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন করে থাকে। এ বিষয়গুলা পরিপূর্ণ ভাবে প্রস্তুতি নিতে পারলে আশা করা যায় বাংলা বিষয় থেকে সকল প্রশ্ন কমন পাওয়া সম্ভব।

তথ্যসূত্রঃ BPSC

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন 1050 168 Preparation Corner

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা BPSC কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হয়ে থাকে। বিষয় ভিত্তিক মোট ১০টা বিষয়ের উপর ২০০ মার্কের ২০০টি প্রশ্নে প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রতি প্রশ্নের মান ০১ এবং প্রতি ভুল উত্তরের কর্তন করা হয় ০.৫ মার্ক। বিষয়ভিত্তিক মানবন্টন নিচে দেওয়া হলঃ

বিষয়ভিত্তিক মান বন্টনঃ

ক্রমিক নংবিষয়মানবন্টন
০১বাংলা ভাষা ও সাহিত্য৩৫
ক.বাংলা ভাষা১৫
খ.বাংলা সাহিত্য ২০
02.English Language and Literature35
a.English Language20
b.English Literature15
০৩.গাণিতিক যুক্তি১৫
০৪.বাংলাদেশ বিষয়াবলি৩০
০৫.আন্তর্জাতিক বিষয়াবলি২০
০৬.ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপন১০
০৭.নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন১০
০৮.কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
০৯.সাধারণ বিজ্ঞান১৫
১০.মানষিক দক্ষতা১৫
সর্বমোট২০০

তথ্য সূত্রঃ BPSC

error: Content is protected !!