
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় থেকে ১৫টি প্রশ্ন আসে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের ১৫টি প্রশ্নের মধ্যে কম্পিউটার বিষয় থেকে ১০টি প্রশ্ন ও তথ্য প্রযুক্তি বিষয় থেকে ০৫টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। বিস্তারিত সিলেবাস নিচে দেওয়া হলঃ
কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ ১৫
ক্রমিক | বিষয় | মানবন্টন | |
---|---|---|---|
০১. | কম্পিউটার | ১০ | |
ক. কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি; খ. কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ, হার্ডডিস্ক, এএলইডি ইত্যাদি; গ. কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance); ঘ. দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি; ঙ. কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer); চ. অপারেটিং সিস্টেম (Operating System); ছ. এমবেডেড কম্পিউটার (Embedded Computer); জ. কম্পিউটারের ইতিহাস (History of Computer); ঝ. কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers); ঞ. কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস, ফায়ারওয়াল, ইত্যাদি; ট. ডেটাবেইস সিস্টেম (Database System); | |||
০২. | তথ্য প্রযুক্তি | ০৫ | |
ক. ই-কমার্স (E-Commerce); খ. সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; গ. কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ঘ. দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields); ঙ. স্মার্টফোন (Smart Phone); চ. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web – WWW); ছ. ইন্টারনেট (Internet); জ. নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি (Daily-Use Computing Technology): ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ঝ. ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management); ঞ. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features); ট. তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্য (Tech-Giants Services & News): গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ঠ. ক্লাউড কম্পিউটিং (Cloud Computing); ড. সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ঢ. রোবটিক্স (Robotics); ণ. সাইবার অপরাধ (Cyber Crime) | |||
সর্বমোট | ১৫ |
বিসিএস প্রিলিমিনারি এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের প্রস্তুতির জন্য এ সকল বিষয় ভাল ভাবে প্রস্তুতি নিলে সকল প্রশ্ন কমন পাওয়া যায়।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS