
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – মানসিক দক্ষতা
বিসিএস প্রিলিমিনারি ২০০ মার্কের MCQ পরীক্ষায় মানসিক দক্ষতা বিষয় থেকে ১৫টি প্রশ্ন এসে থাকে। মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্নগুলা নিজের দক্ষতার দ্বারা সমাধান করতে হয়। বেশির ভাগ প্রশ্নের সমাধান প্রশ্নের ভিতরেই থাকে, একটু নিজের মেধাকে কাজে লাগাতে পারলেই সমাধান করা সম্ভব। যে বিষয়গুলা থেকে প্রশ্ন এসে থাকে তা নিচে দেওয়া হলঃ
ক্রমিক | বিষয় |
---|---|
০১. | ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) |
০২. | সমস্যা সমাধান (Problem Solving) |
০৩. | বানান ও ভাষা (Spelling and Language) |
০৪. | যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) |
০৫. | স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) |
০৬. | সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) |
এ সকল বিষয় থেকে মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্ন এসে থাকে। মানসিক দক্ষতা বিষয়ের প্রশ্ন কমন পেতে বিষয়গুলা খুব ভাল ভাবে অনুশীলন করা জরুরী এবং পরীক্ষার সময় নিজের মস্তিষ্ক স্থির রেখে প্রশ্ন গুলা সমাধান করতে হবে। যেহেতু প্রশ্নের সমাধান প্রশ্নের মধ্যেই খুজে পাওয়া যায়, সেহেতু নিজের দক্ষতা প্রয়োগ অত্যন্ত জরুরী।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS