
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – গাণিতিক যুক্তি
বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় গাণিতিক যুক্তি বিষয় থেকে ১৫ টি প্রশ্ন এসে থাকে। গণিত বিষয়ের মানবন্টন নিচে দেওয়া হলঃ
গাণিতিক যুক্তিঃ ১৫
ক্রমিক | বিষয় | মানবন্টন | |
---|---|---|---|
০১. | বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি | ০৩ | |
০২. | বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ | ০৩ | |
০৩. | সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা | ০৩ | |
০৪. | রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরল ক্ষেত্র ও ঘনবস্তু | ০৩ | |
০৫. | সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা | ০৩ | |
সর্বমোট | ১৫ |
এ সকল বিষয়গুলা থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় MCQ প্রশ্ন এসে থাকে। গাণিতিক যুক্তি বিষয় থেকে বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন কমন পেতে হলে সকল বিষয় খুবই ভাল ভাবে প্রস্তুতি নেওয়া অবশ্যক। গাণিতিক যুক্তি ছাড়াও মানসিক দক্ষতা বিষয়েও এ সকল বিষয়ের দু-একটা প্রশ্ন আসতে দেখা যায়।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS