
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারি ২০০ মার্কের MCQ পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২০ টি প্রশ্ন এসে থাকে। আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্ত ও অন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কুটনীতি, আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি থেকে প্রশ্ন এসে থাকে। নিচে বিষয় অনুযায়ী মান বন্টন দেওয়া হলঃ
আন্তর্জাতিক বিষয়াবলিঃ ২০
ক্রমিক | বিষয় | মানবন্টন | |
---|---|---|---|
০১. | বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি | ০৪ | |
০২. | আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক | ০৪ | |
০৩. | বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ | ০৪ | |
০৪. | আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি | ০৪ | |
০৫. | আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি | ০৪ | |
সর্বমোট | ২০ |
উপরোক্ত বিষয়গুলা থেকে আন্তর্জাতিক বিষয়াবলির ২০টি প্রশ্ন এসে থাকে। খুব ভাল ভাবে সকল বিষয়ের প্রস্তুতি নিলে কমন পাওয়া সম্ভব।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS