
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস – বাংলাদেশ বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারি এর ২০০ মার্কের MCQ পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলি থেকে ৩০ টি প্রশ্ন এসে থাকে। বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মধ্য থেকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্ঞ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থাসহ ইত্যাদি বিষয়ে প্রশ্ন এসে থাকে। যে বিষয় থেকে প্রশ্ন এসে থাকে তার সিলেবাস নিচে দেওয়া হলঃ
বাংলাদেশ বিষয়াবলিঃ ৩০
ক্রমিক | বিষয় | মানবন্টন |
---|---|---|
০১. | বাংলাদেশের জাতীয় বিষয়াবলি | ০৬ |
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন; ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। | ||
০২. | বাংলাদেশের কৃষিজ সম্পদ | ০৩ |
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা | ||
০৩. | বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। | ০৩ |
০৪. | বাংলাদেশের অর্থনীতি | ০৩ |
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন ইত্যাদি। | ||
০৫. | বাংলাদেশের শিল্প ও বাণিজ্য | ০৩ |
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। | ||
০৬. | বাংলাদেশের সংবিধান | ০৩ |
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মুলনীতিসমূহ, সংবিধানের শোধনীসমূহ। | ||
০৭. | বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা | ০৩ |
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং তাদের ভূমিকা। | ||
০৮. | বাংলাদেশের সরকার ব্যবস্থা | ০৩ |
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনবিন্যাস ও সংস্কার। | ||
০৯. | বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধূলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি | ০৩ |
সর্বমোট | ৩০ |
এ সকল বিষয় থেকেই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ভাল ভাবে এ বিষয়গুলা চর্চা করলে প্রশ্ন কমন পাওয়া সম্ভব।
তথ্যসূত্রঃ BPSC
- Posted In:
- BCS